• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

হিলিতে পেঁয়াজের কেজি ২৫ টাকা

প্রকাশিত: ১৮ জুন ২০২৩  

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ২-৩ টাকা কমেছে। রোববার ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ যা গত বৃহস্পতিবার ২৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

জানা গেছে, কোরবানির ঈদকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমান বাড়িয়েছেন আমদানিকারকরা। গতকাল একদিনেই বন্দর দিয়ে ৬৩টি ট্রাকে ১ হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজ আমদানির পরিমান বাড়তি থাকায় দাম কমা অব্যাহত রয়েছে। বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা গত বৃহস্পতিবার বন্দরে ২৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা বৃহস্পতিবার ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। শনিবার বন্দর দিয়ে একদিনেই ৬৩টি ট্রাকে ১ হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –