• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

বিষ মেশানো খাবার খেয়ে মারা গেল ৩০০ হাঁসের বাচ্চা

প্রকাশিত: ১৮ জুন ২০২৩  

নীলফামারীতে খাবারে সঙ্গে বিষ মিশিয়ে নুরুজ্জামান হোসেন নুরু নামে এক খামারির ৩০০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। 

শনিবার সকালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশী গ্রামের এ ঘটনা ঘটে।

খামার মালিকের অভিযোগ, শত্রুতা করে কেউ এ ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে নুরুজ্জামান ও তার বড় ভাই ফয়জুল ইসলাম হাঁসগুলোকে সুস্থ অবস্থায় দেখে বাসায় ঘুমাতে যান। শনিবার ভোর ৬টার দিকে তার মা জমিলা বেগম খামারে এসে দেখেন হাঁসগুলো মরে পড়ে আছে। তার মায়ের চিৎকারে পরিবারের লোকজন এসে দেখেন হাঁসগুলো মারা গেছে। তাৎক্ষণিক যে হাঁসগুলো জীবিত ছিল সেই হাসগুলোর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খামারে থাকা ৫০০ হাঁসের মধ্যে প্রায় ৩০০ হাঁস মারা গেছে এবং প্রায় ২০০ হাঁসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এগুলোরও অবস্থা আশঙ্কাজনক।

খামার মালিক নুরুজ্জামান বলেন, ভালো হাঁসগুলো দেখে ঘুমাতে গেলাম। ভোরে মায়ের চিৎকারে এসে দেখি সর্বনাশ করছে। স্থানীয় পল্লী চিকিৎসকরা জানান হাঁসের খাবারে বিষ দিতে পারে। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। কিন্তু নিরীহ প্রাণীর সঙ্গে এ কেমন শত্রুতা? হাঁসের বাচ্চাগুলা তো কারো ক্ষতি করেনি। রাতের আঁধারে কে বা কারা এসে খাবারে বিষ মিশিয়েছে তা বলতে পারছি না। এ ঘটনায় আমি একটি থানায় অভিযোগ দায়ের করছি।

নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –