• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামনগর ইউনিয়ন

প্রকাশিত: ১৮ জুন ২০২৩  

 
নীলফামারী জেলার সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টে (বালক অনুর্ধ্ব ১৭) রামনগর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। 

শনিবার(১৭ জুন) বিকেলে নীলফামারী আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। ইটাখোলা ইউনিয়ন দলের সঙ্গে ওই খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে ট্রাইবেকারে ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয় রামনগর ইউনিয়ন ফুটবল দল।
 
খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সহসভাপতি মো. তরিকুল ইসলাম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, রামনগর ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান, পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম, চওড়া বড়গাছা ইউপি চেয়ারম্যান আবুল খায়ের  প্রমুখ।

সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, গত ১২ জুন ওই খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। টুর্নামেন্টে (বালক অনুর্ধ্ব ১৭) উপজেলা পর্যায়ের ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ১৬টি ফুটবল দল অংশগ্রহন করে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –