• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গরু ও ভেড়া বিতরণ  

প্রকাশিত: ১৮ জুন ২০২৩  

 
দিনাজপুরের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গরু ও ভেড়া এবং তাদের পালন করতে টিন সেট ঘর সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দিনাজপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সদরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মোরারজি দেশাই বর্মণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া, জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনামুল্লাহ জেমি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সারোয়ার হাসান।

উল্লেখ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী দুইশত পরিবারের মাঝে দুটি করে ভেড়াসহ মোট ৪০০টি এবং ৭৩টি পরিবারের মাঝে একটি করে গরু এবং সেগুলো পালনের জন্য টিন সেট ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –