• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীকে হত্যা, ১৮ বছর পর র‌্যাবের জালে স্বামী

প্রকাশিত: ১৭ জুন ২০২৩  

দিনাজপুরে স্ত্রীকে হত্যার ১৮ বছর পর অভিযুক্ত স্বামী ওয়াসিম আলী দুলালকে নাটোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে তাকে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (১৬ জুন) রাতে নাটোর সদর উপজেলার একডালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্যাটারার গ্রামের ওয়াসিম আলী ২০০৫ সালের ২ মে পারিবারিক কলহে তার স্ত্রী দিল জাহানারাকে হত্যা করে ঘরে লাশ ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় ঐদিন বিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়। তদন্তের পরিপ্রেক্ষিতে বিরামপুর থানার তৎকালীন এসআই আশরাফুল আলী তালুকদার বাদী হয়ে ঐ বছরের ৩ জুলাই তাকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা করেন।

এরপর থেকে অভিযুক্ত ওয়াসিম আলী দুলাল পলাতক ছিলেন। র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার এক ডালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –