• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

গাইবান্ধায় ঝড়ে ভবনের গাঁথুনি ভেঙে পড়ে দুই ভাই আহত

প্রকাশিত: ১৬ জুন ২০২৩  

গাইবান্ধায় ঝড়ে বহুতল ভবনের গাঁথুনি ভেঙে পড়ে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় পৌরসভার কলেজ রোড এলাকার হাজী ছাত্রাবাসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গাইবান্ধা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়াও ইটের গাঁথুনি ভেঙে পাশে থাকা একটি এজেন্সির গোডাউনের মালামালের ক্ষতি হয়েছে।

আহতরা হলেন- নর্থ বেঙ্গল ম্যাটসের প্রথম সেমিস্টারের ছাত্র মাহাবুবুর রহমান (১৯) ও শহরের সিরাতুল মুস্তাকিম মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র আরিফ মিয়া (১২)। তারা আপন দুই ভাই। তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ইউনিয়নের মরুয়াদহ গ্রামে।

ছাত্রাবাসে থাকা কয়েকজন ছাত্র জানান, প্রচণ্ড ঝোড়ো বাতাসের মধ্যে হঠাৎ করে পাশের ডা. একরাম হোসেনের নির্মাণাধীন বহুতল ভবন থেকে ছাত্রাবাসের ওপর ইটের গাঁথুনি ভেঙে পড়ে। এতে ছাত্রাবাসে থাকা দুই ভাই আরিফ ও মাহাবুবুর গুরুতর আহত হয়। বাকি ছাত্ররা ভয়ে দৌড়ে ছাত্রাবাস থেকে বাহিরে চলে আসে। পরে আহতদের উদ্ধার করে গাইবান্ধা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ছাত্রাবাসে থাকা আতিকুর ইসলাম নামে এক ছাত্র বলেন, বহুতল ভবনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা দৌড়ে ছাত্রাবাস থেকে বের না হলে আমাদের বড় ধরনের ক্ষতি হতো।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রচন্ড ঝড়ে গাইবান্ধা পৌরসভার ডেভিভ কোম্পানীপাড়ার বাঁধের ওপরের একটি বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে। এছাড়া পাশে থাকা একটি মুরগির খামারের ঘরের চালা লন্ডভন্ড হয়ে গেছে। ওই এলাকার আরও কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –