• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

কম দামে সুস্বাদু লিচু মেলে যেখানে

প্রকাশিত: ১৬ জুন ২০২৩  

মধুমাসের রসালো ফল লিচু। ফলটির নাম শুনলে খাওয়ার আগ্রহ জন্মানো বেশ স্বাভাবিক। রসালো এ ফলটি যেমন সুস্বাদু, ঠিক তেমনি দামেও বেশ চড়া। প্রতিটি ফলের দাম পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত হয়। এত দামে ফল কেনা কষ্টসাধ্য অনেকের জন্য। তবে ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে দামে মেলে রসালো এ ফল। 

ঠাকুরগাঁও পৌরশহরের মুন্সিরহাট এলাকায় রাস্তার পাশে বসে লিচুর জমজমাট বাজার। এখানে কেউ লিচু প্লেটে সাজিয়ে, কেউ ডালিতে কেউবা এমনিতেই বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেন বিক্রির জন্য। বিক্রি করেন নারী-পুরুষসহ শিশুরাও। আর রাস্তা দিয়ে যাওয়া পথচারীদের নজর কাড়ে রসালো এ ফল। সাধ্যমতো কিনতে পারেন সব শ্রেণি-পেশার মানুষ। অল্প টাকায় লিচু কিনতে পেরে খুশি খেটে খাওয়া মানুষেরা।

রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন প্রফুল্ল কুমার। কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিবারের জন্য লিচু কেনার পর তিনি বলেন, আমার দুইটি ছোট সন্তান আছে। কয়েকদিন থেকে বলছে লিচু খাবে। এ বাজার থেকে পঞ্চাশ টাকার লিচু কিনলাম। পঞ্চাশ পিসের বেশি হবে। আজ বাড়িতে সবাই খুশি হবে।

বিক্রেতা শরিফা বেগম বলেন, আমরা লিচু বাগানে কাজ করি। বাগান মালিক ও ব্যবসায়ীরাগাছ থেকে পাড়ার সময় কিছু লিচু ঝরে পড়ে যায়। সেগুলো আমরা বিক্রি করে থাকি কম দামে। এতে সবাই কম দামে কিনে ফলটি খেতে পারেন।

এ লিচুর হাট দেখে স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, বাজারটি আসলে অনেক উপকারী। সবাই এখান থেকে কম দামে ফল কিনতে পারছেন। এ বাজার প্রতিবছর বসলে ভালো হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –