• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

কালীগঞ্জে ট্রাক উল্টে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

 
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পাইপ বোঝাই একটি ট্রাক উল্টে ওমর আলী (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো ৪ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর আলী নীলফামারীর জলঢাকার আদর্শপাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন- নূর মোহাম্মদ, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম ও ইয়াকুব আলী। তারা সবাই ঐ একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন শ্রমিকসহ পাইপ বোঝাই একটি ট্রাক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান, চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় পুলিশ।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই সেখানে পুলিশের একটি টিম পাঠিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –