• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টির জন্য নামাজে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টি কামনায় মোনাজাতে অঝোরে কাঁদলেন তিন শতাধিক মুসল্লি।

শুক্রবার সকাল ৯টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ নামাজের আয়োজন করেন পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম। নামাজে ইমামতি করেন পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম। 

এ সময় পঞ্চগড় বাজার জামে মসজিদের পেশ ইমাম ওমর ফারুক, হাফেজ মীর মোর্শেদ তুহিন এবং স্থানীয় ওলামায়ে কেরামসহ তিন শতাধিক মুসল্লি এই নামাজে অংশ নেন। 

পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন, মহান আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে কেঁদে কেঁদে মোনাজাত করেছি। মহান মালিকের কাছে এই খরতাপ ও তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে বৃষ্টি প্রার্থনা করেছি। আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টি দিবেন। তিনি দয়ালু ও সর্বশক্তিমান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –