• বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২১ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে কম দামে মিলছে পেঁয়াজ

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে ২৫ থেকে ৩০ টাকা। এছাড়া সবজির দামও কমেছে কিছুটা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

শুক্রবার সকালে জেলা শহরের গোবিন্দনগর পাইকারি বাজারে দেখা যায়, দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। আর আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে। দুইদিন আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রকারভেদে ৮৫ থেকে ৯০ টাকা দরে। অপরদিকে প্রতি কেজি আদা পাইকারি বাজারে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম খুব বেশি না কমলেও বাজারে কেনাকাটা করতে গিয়ে স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা।

পাইকারি বাজার থেকে কেনাকাটা শেষে ব্যবসায়ী জহির বলেন, এক সপ্তাহ আগে যে পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ছিল, তা অনেকটা কমেছে। বাজার করে স্বস্তি মিলেছে।

বিক্রেতা আলতাফুর রহমান বলেন, পেঁয়াজসহ অনেক কাঁচা সবজির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে আরো কমবে বলে আশা রাখছি।

ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ সাদী বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি নেয়ার সুযোগ নেই। ভোক্তাদের স্বার্থে আমাদের অভিযান অব্যাহত আছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –