• বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২১ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য নামাজ আদায়

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

 
তীব্র তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির আশায় দিনাজপুরে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করা হয়েছে। বুধবার সকাল ৯টায় দিনাজপুর শহরের উপশহর মিতালী মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় এবং নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জামিয়া আরাবিয়া হাফিজিয়া কারিয়ানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার মুহাদ্দিস ও উপশহর ২ নম্বর ব্লকের বাজার জামে মসজিদের ইমাম ওয়ালিউল্লাহ সিরাজি নামাজ ও দোয়া পরিচালনা করেন।

রবিউল ইসলাম, ফারুক হোসেনসহ কয়েকজন মুসল্লি জানান, আগে এমন গরম অনুভব করিনি। অনাবৃষ্টি আর গরমে আমরা কষ্টে আছি। গরমে কাজ-কর্ম ঠিক মতো করতে পারি না। ছোট বাচ্চাদের নিয়ে সমস্যা হচ্ছে। রহমতের বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম।

গত দুই সপ্তাহ ধরে টানা তাপদাহে পুড়ছে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা। সেই সাথে দেখা নেই বৃষ্টির। কয়েকদিন ধরে এ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আরও ৪-৫ দিন এ ধরনের তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –