• বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২১ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ৩ দিনব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো’

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজন নিয়ে রংপুরে তিন দিনব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো’ শুরু হতে যাচ্ছে। ‘তারুণ্য আর প্রযুক্তি, স্মার্ট রংপুরের শক্তি-তরুণরাই গড়বে স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে এ টেক এক্সপোতে দেশে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা ২৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মঙ্গলবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোশাররফ হোসেন সুমন লিখিত বক্তব্যে এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুর শাখার চেয়ারম্যান মোকসেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম, সেক্রেটারি ফেরদৌস নুর প্রমুখ।

টেক এক্সপোতে আকর্ষণীয় উপহার ও মূল্যছাড়ে ২৫টি স্টল থেকে আধুনিক প্রযুক্তি পণ্য কেনা যাবে। এছাড়া দর্শনার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট ব্যবহার, ইনোভেশন জোন, বিনোদনের জন্য ফটোগ্রাফি, সেলফি তোলার প্রতিযোগিতা এবং ডিজিটাল গেম খেলার ব্যবস্থা রয়েছে।

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ টেক এক্সপোতে দর্শনার্থীরা এসে তাদের পছন্দের পণ্য কেনাসহ নতুন প্রযুক্তির ব্যবহার জানতে পারবেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে বিভিন্ন ইভেন্ট, সেমিনার নানা প্রতিযোগিতা নিয়ে সাজানো হয়েছে এ ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো’।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –