• বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২১ রবিউল আউয়াল ১৪৪৬

কমছে পেঁয়াজের দাম

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

আমদানির অনুমতির পর দেশের তিন স্থলবন্দর দিয়ে ভারতে থেকে পেঁয়াজবাহী ট্রাক ঢুকছে। ফলে এরই মধ্যে হু হু করে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। কেজিতে দাম কমেছে ২০-৩০ টাকা।

ভোক্তা পর্যায়ে কেজিতে দাম শত টাকায় ছুঁই ছুঁই করতে থাকায় দ্রুত পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার (৫ জুন) হিলি বন্দর দিয়ে ৩টি ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশের মধ্য দিয়ে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আরো ১টি পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মত হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, সরকারি সিন্ধান্ত মোতাবেক সোমবার পেঁয়াজ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। সেই মোতাবেক পেঁয়াজ আমদানির জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের এলসি খোলা হয়েছে। সোমবার বন্দর দিয়ে ৩ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে যার কারণে দেশীয় পেঁয়াজের দাম কেজিতে ২০-৩০ টাকা কমে গেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, পেঁয়াজ আমদানির অনুমতি না থাকায় গত ১৬ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ায় সোমবার থেকে আবারো হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –