• বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২১ রবিউল আউয়াল ১৪৪৬

১৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না মজনুর

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

লালমনিরহাটে অপহরণ ও গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মজনু মিয়াকে ১৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

সোমবার দুপুরে রংপুরের র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, রোববার বিকেলে তাকে র‌্যাব-১ এর সহযোগিতায় ঢাকার তুরাগ থানার ধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজনু মিয়া লালমনিরহাট জেলার চিনিপাড়া এলাকার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালে লালমনিরহাট জেলার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত মজনু মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড করেন। রায় ঘোষণার পর থেকে মজনু মিয়া ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। বিষয়টি র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা জানতে পেরে তাকে গ্রেফতারের জন্য মাঠে নামে। পরে তথ্য প্রযুক্তি ও নজরদারির মাধ্যমে তার অবস্থান জানা যায়। পরে র‌্যাব-১ এর সহযোগিতায় ঢাকার তুরাগ থানাধীন ধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মজনু মিয়াকে গ্রেফতার করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –