• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশিত: ১ জুন ২০২৩  

 
"টেকসই দুগ্ধ শিল্প,সুস্থ মানুষ,সবুজ পৃথিবী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুগ্ধ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডিটরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণী সম্পদ দপ্তর লালমনিরহাটের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম,মেয়র রেজাউল করিম স্বপম,সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,ডেইরি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ডেইরি ফার্মের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –