• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

ই-গভর্ন্যান্স বাস্তবায়নে সাইবার নিরাপত্তা জরুরি- বেরোবি উপাচার্য 

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, সেবা সহজলভ্য ও তরান্বিত করতে ই-গভর্ন্যান্স বাস্তবায়নের পাশাপাশি সাইবার নিরাপত্তা জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে এখনই যথোপযুক্ত ব্যবস্থা না নিলে সাইবার অপরাধ বেড়ে যেতে পারে।

আজ বুধবার (৩১ মে ২০২৩) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল আয়োজিত ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য এসব কথা বলেন।

কর্মশালায় আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোঃ এনামুল কবীর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজিটাল ট্রান্সমিশনের পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্ট ও উপ-পরিচালক (বাজেট) খন্দকার আশরাফুল আলম। কর্মশালাটি সঞ্চলনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশ নেন।  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –