• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

নীলফামারীতে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলে নীলফামারীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার নীলফামারী জেনারেল হাসপাতালের আয়োজনে দিনটি উপলে বর্ণাঢ্য র‌্যালি শেষে হাসপাতালের সম্মেলন কে সংপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর হাসপাতালের সামনে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে শতাধিক রক্ত সংগ্রহ ও ৫০০ শতাধিক বিভিন্ন রোগীকে ব্যবস্থাপত্র সহ ওষুধ সরবরাহ করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম রসুল রাখি ,জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ জাইরুল করিম, রেজিষ্ট্রার (গাইনি এন্ড অবস) ডা. মোছাঃ সুলতানা রাজিয়া লাকী, মেডিকেল অফিসার ডা. মাহবুব উল আলম, ডা. তাবাসসুম মাহজাবী, ডা. সাকেরা আক্তার প্রমুখ। 

এসময় নীলফামারী জেনারেল হাসপাতালের  বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –