• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

ভেজাল ধানের বীজ বিক্রি করে গুণতে হলো জরিমানা

প্রকাশিত: ২৭ মে ২০২৩  

লালমনিরহাটের হাতীবান্ধায় ভেজাল ধানের বীজ বিক্রি করার দায়ে ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার বড়খাতা, বিডিআর বাজার, দিঘীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ইউএনও নাজির হোসেন।

জানা যায়, উপজেলার বড়খাতা বাজারের শুভেচ্ছা ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান হাবুকে ১০ হাজার টাকা, বাবু সার ঘরের মালিক জাকি মুজাহিদ জুয়েলকে ২ হাজার, বড়খাতা কৃষি ঘরের মালিক মশিয়ার রহমানের ৩ হাজার টাকা জরিমানা করে।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলী উপস্থিত ছিলেন।

ইউএনও নাজির হোসেন বলেন, আমরা বেশ কয়েকটি দোকানে যাচাই করেছি। যাদের দোকানে অনুমোদনহীন বীজ পাওয়া গেছে তাদের সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –