• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

গোবিন্দগঞ্জে গুপ্তধনের প্রলোভন, পুলিশের হাতে ‘জিনের বাদশা’

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে সংবাদ সম্মেলনে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের দুলু মিয়ার ছেলে মোর্শেদুল ইসলাম এবং মালাধার কালিপাড়া গ্রামের রেজবর আলীর ছেলে জাহিদুল ইসলাম।

জানা যায়, গুপ্তধন ও সম্পদ পাইয়ে দেওয়ার কথা বলে গত ৭ মে আব্দুল আলীম নামে এক ব্যক্তির কাছ থেকে স্থানীয় বিকাশ এজেন্ট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেন ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের সদস্যরা। একইসঙ্গে ভুক্তভোগীর স্ত্রীর চার আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল, চার আনা ওজনের একজোড়া স্বর্ণের চুরি, আট আনা ওজনের স্বর্ণের চেইন, দুই আনা ওজনের স্বর্ণের টিকলি, দুই আনা ওজনের স্বর্ণের আংটি, চার ভরি ওজনের রূপার পায়ের নুপুর, তার মেয়ের তিন আনা ওজনের কানের দুল একজোড়া, তার ভাবির আট আনা ওজনের স্বর্ণের চেইনসহ মোট দুই লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেন এ চক্রের সদস্যরা।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন আব্দুল আলীম। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, আদালতে পাঠানো হয়েছে গ্রেফতারকৃত কথিত দুই জিনের বাদশাকে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –