• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

ফুলবাড়িতে ধানের খড়ে উল্টে গেল বাইক, প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

 
কুড়িগ্রামের ফুলবাড়িতে রাস্তায় শুকাতে দেওয়া ধানের খড়ে মোটরসাইকেল উল্টে আলম বাদশা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়ভিটা খেজুরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম বাদশা কুড়িগ্রাম সদর উপজেলার হোলোখানা ইউনিয়নের সারডোপ গ্রামের ইউসুফ আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, আলম বাদশা তার নিজ প্রতিষ্ঠানের হালখাতা সম্পন্ন করার জন্য মিষ্টি ও মালামাল কিনতে মোটরসাইকেলযোগে ফুলবাড়ির উদ্দ্যেশে বাড়ি থেকে রওনা দেন। এ সময় বড়ভিটা খেজুরতল নামক স্থানে পৌঁছলে রাস্তার ওপর শুকাতে দেওয়া ধানের খড়ে তার মোটরসাইকেলটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ি থানার সাব-ইন্সপেক্টর ইব্রাহিম বলেন, আমরা নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। এ ব্যাপারে কুড়িগ্রাম এসপি স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –