• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

টিটু রায়ের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

 
ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) কটূক্তি করে স্ট্যাটাস দেওয়া ঘটনায় আসামি টিটু রায়কে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. আবদুল মজিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

জানা গেছে, রংপুরের গঙ্গচড়া উপজেলার হরকলি ঠাঁকুরপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় ২০১৭ সালের ২৮ অক্টোবর এমডি টিটু নামে ফেসবুকে ফেক আইডি খুলে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেন। ঐ স্ট্যাটাসকে কেন্দ্র করে রংপুর সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার জানান, কোনভাবেই ধর্ম অবমাননা সমীচীন নয়। এটা আইন পরিপন্থী। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। ধর্মীয় অবমাননাকর ছবি তৈরি করে প্রচার করায় আসামি টিুট রায়কে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার রায় বলেন, সাইবার ট্রাইবুনালে ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে রায় দিয়ে থাকে। সেই মোতাবেক ফরেনসিক রিপোর্ট থেকে টিটু রায়ের মোবাইল থেকে ঐ ধরনের বিতর্কিত পোস্ট দেওয়ার প্রমাণ মেলেনি। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –