• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

হাতীবান্ধায় স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারপিট, থানায় অভিযোগ       

প্রকাশিত: ২১ মে ২০২৩  

হাতীবান্ধায় স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারপিট, থানায় অভিযোগ                            
লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূকে মারপিট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার দুপুরে বিচারের দাবিতে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামী শাকিল ইসলাম।

অভিযুক্তরা হলেন, দবিয়ার রহমান ও রফিকুল ইসলাম। তারা একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, দবিয়ার রহমান ও রফিকুল ইসলামদের সঙ্গে শাকিল ইসলামের চাচা মতিয়ার রহমানের জমি সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। সেই মামলায় শাকিল সাক্ষী হওয়ায় দবিয়ার ও রফিকুল তার ওপর ক্ষিপ্ত হন। পরবর্তীতে শাকিল জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করেন। এরই জের ধরে শুক্রবার বিকেলে বিভিন্ন রকমের হুমকি দিয়ে শাকিলকে মারপিট করার জন্য তার বাড়িতে যান। তখন তার স্ত্রী রিক্তা খাতুন তাদের বাধা দিলে তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেন। পরে এলাকাবাসী রিক্তা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দবিয়ার রহমান ও রফিকুল ইসলাম বলেন, শাকিল নিজের স্ত্রীকে নিজে মারপিট করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –