• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

বাস-ট্রাক সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত যাত্রী

প্রকাশিত: ২০ মে ২০২৩  

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সবজিবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের অর্ধশত যাত্রী।

শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকার দিকে যাচ্ছিল এসআর ট্রাভেলের একটি যাত্রীবাহী বাস। পথে রাইগ্রাম এলাকায় পৌঁছালে একটি সবজিবোঝাই ট্রাক অভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসের ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়ক থেকে কাঁচা রাস্তার মধ্যে আটকে পড়ে। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের অর্ধশত যাত্রী। 

পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সংর্ঘের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ট্রাকে থাকা কিছু পরিমাণ সবজি নষ্ট হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –