• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ইউএনও রওজাতুন জান্নাত।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সহায়তার কথা জানান।

এর আগে সোমবার রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চলসহ কুটিরপার, চৌধুরী বাজার, বালাপাড়া, গোবর্ধন এলাকায় বয়ে যাওয়া ঝড়ে গাছপালা ভেঙে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উড়ে যায় টিনের চালসহ ঘরবাড়ির বিভিন্ন অংশ। অনেকেরই গরু, ছাগল, হাঁস, মুরগী হতাহত হয়েছে। ঘর ভেঙে পড়ায় শিশুসহ বৃদ্ধ আহত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বেশ কিছু পরিবারের বসতঘর বিধ্বস্ত হওয়ায় অন্যের বাড়িতে ছেলে-মেয়েসহ আশ্রয় নিতে হয়। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের সংযোগ।

সংবাদ পেয়ে দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আদিতমারী উপজেলা ইউএনও রওজাতুন জান্নাত ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, তালিকার কাজ চলছে। তালিকা সম্পন্ন করে দ্রুত ঊর্ধতন অফিসে পাঠানো হবে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –