• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো কৃষক লীগ

প্রকাশিত: ১৬ মে ২০২৩  

ঠাকুরগাঁওয়ে এক দরিদ্র বর্গাচাষি কৃষকের ৭৫ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন কৃষক লীগের নেতা-কর্মীরা।

সোমবর দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে কৃষক রশিদুল ইসলামের ধান কেটে কর্মসূচিটি পালন করা হয়।

কর্মসূচিতে জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সুমন ইসলাম তূর্যসহ জেলা, উপজেলা ও ইউনিয়নসহ কৃষক লীগের প্রায় শতাধিক নেতাকর্মী। 

কৃষক রশিদুল ইসলাম বলেন, আমি একজন দরিদ্র কৃষক বর্গা চাষি। এখানে বর্গা নিয়ে ৭৫ শতাংশ জমিতে ধান লাগাই। বেশ ভালো ফলন হয়েছে কিন্তু আর্থিক ও শ্রমিক অভাবে ধান কাটতে পারছিলাম না। ধান গুলো কাটা-মাড়াই করতে প্রায় ১০-১২ হাজার টাকা লাগতো। বিনা টাকায় ধান কেটে দেওয়ায় আমার অনেক বড় উপকার হয়েছে। আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী ও কৃষকলীগের কাছে।

জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক অসহায় দরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। কৃষকের পাশে আমরা আগেও ছিলাম আগামীতেও থাকব।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –