• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

রাজিবপুরে বসতবাড়িতে ধরা পড়া বিচিত্র প্রাণী ‘বালু শুকর’ দেখতে ভিড়

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

রাজিবপুরে বসতবাড়িতে ধরা পড়া বিচিত্র প্রাণী ‘বালু শুকর’ দেখতে ভিড়             
কুড়িগ্রামের রাজিবপুরে বসতবাড়িতে ধরা পড়েছে বিচিত্র প্রাণী ‘বালু শুকর’ এটি এখন উপজেলা প্রাণি সম্পদ অধিদফতরের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। শুক্রবার রাজিবপুর উপজেলার সদর ইউপির দক্ষিণ কাচারিপাড়া গ্রামের গাজিউর রহমানের বাড়িতে একটি নির্মাণাধীন ঘরে প্রাণীটি ধরা পড়ে। 

লোকালয়ে আসা অন্যান্য প্রাণীর মধ্যে অনেকটা বিচিত্রময় হওয়ায় এটি দেখার জন্য উৎসুক মানুষের ভিড় পড়ে গাজিউর রহমানের বাড়িতে। 

রাজিবপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মেরাজ হোসেন মিসবাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়েছি, আটককৃত প্রাণীটির নাম বালু শুকর বা হক বেজার। এ প্রাণী মাংসাশী। এটি থেকে সাবধান থাকতে হবে। 

তিনি আরো জানান, এ প্রাণীটি নদীর পাড়ে ও বন জঙ্গলে বেশিরভাগ সময় থাকে। সে মাছ, ইঁদুর, ফলমূল ও সবজাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে।

রৌমারী-রাজিবপুর উপজেলার দায়িত্বরত ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ইকবাল হোসেন খান জানান, বালু শুকর নামের এই ধরনের একটি প্রাণী প্রায় ৩ সপ্তাহ ধরে রৌমারী উপজেলার চর শৌলমারীতেও বিচরণ করছে বলে জেনেছি। 

কুড়িগ্রাম বন বিভাগের সহকারী বন সংরক্ষক রাশিদ আরিফ জানান, বালু শুকরটি ভারত থেকে রাজিবপুর সীমান্তে প্রবেশ করে থাকতে পারে। এই প্রাণীটির বিষয়ে বন্যপ্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –