• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

বিরামপুরে ব্লাড ব্যাংকের রক্তদান ও বর্ষপূর্তি অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ মে ২০২৩  

একের রক্ত অন্যের জীবন,আমরা হবো রোগীর স্বজন এই স্লোগানকে সামনে রেখে বিরামপুর ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদাতা এবং স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় পরিণত হয়। 

বিরামপুর ব্লাড ব্যাংক সদস্যদের ২হাজারের বেশি রক্তদানের ৩য় বর্ষপূর্তিতে উপস্থিত হয়। বিরামপুর ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার ৩ বছরের মধ্যে ২ হাজার ৯০ জনকে রক্ত প্রদান এবং ১০ হাজার ৭০০ জন রক্তদাতা সংগ্রহ করেছি এবং ভবিষ্যতে আরো রক্তদান ও রক্তদাতা সংগ্রহ বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানান বিরামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য আরমান আলী।

শুক্রবার বিরামপুর উপজেলা অডিটরিয়ামে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে রক্তদাতা এবং স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও স্থানীয় এমপি শিবলী সাদিক। 
বিশেষ অতিথি ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যাপক আক্কাস আলী, উপজেলা ভাইস চেযারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অদোত্ত ঘোষ অপু, বিরামপুর উপজেলা আওযামীলীগ ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিরামপুর ব্লাড ব্যাংকের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –