• শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২২ রবিউল আউয়াল ১৪৪৬

গাইবান্ধায় ‘জিনের বাদশা’ সাদ্দাম গ্রেফতার

প্রকাশিত: ১১ মে ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাদ্দাম আলী (২৯) নামের কথিত ‘জিনের বাদশা’ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) দিনগত গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোবিন্দপুর নলডাঙ্গা এলাকার চরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন। গ্রেফতার সাদ্দাম আলী গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৮ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মরুয়াদহ (সোনালের পাড়া) গ্রামের আকলিমা বেগমকে ওই চক্রটি মোবাইল ফোনে কিছু গায়েবি কথা শোনায়। তাকে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলা হয়। এ প্রলোভনে আকলিমার কাছ থেকে বিভিন্ন সময়ে এক লাখ ৮০ হাজার টাকা, একটি সোনার চেইন এবং দুই জোড়া হাতের বালাসহ মোট দুই ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় চক্রটি। অভিযোগ পেয়ে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাদ্দাম আলীকে শনাক্ত করে।

বুধবার রাতে অভিযান চালিয়ে নলডাঙ্গা এলাকার চরাঞ্চল থেকে সাদ্দাম আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি সোনার বালা, সোনা বিক্রির ১২ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন ও ১৯টি সিমকার্ড জব্দ করা হয়। গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, সাদ্দাম আলীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –