• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

চিলমারীতে নকল সরবরাহের অভিযোগে যুবকের কারাদণ্ড  

প্রকাশিত: ১০ মে ২০২৩  

 
কুড়িগ্রামের চিলমারীতে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে এক যুবককে সাত দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। সেইসাথে তাকে আরো এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন। ওই সাজাপ্রাপ্ত যুবক উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মুসা মিয়া (২২)।

আদালত সূত্রে ও পুলিশ জানায়, চলতি ২০২৩ এসএসসি ও সমমান পরীক্ষায় চিলমারী উপজেলার রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে প্রতিদিনের মত বুধবার দাখিল বাংলা ২য় পত্র পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলছিল। দুপুরম ১২টার দিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে মুসা মিয়া মোবাইলে প্রশ্নপত্র বের করে এসএমএস এর মাধ্যমে কেন্দ্রে এর উত্তর সরবরাহ করছিল। এসময় কেন্দ্রে দায়িত্বরত চিলমারী থানা পুলিশ উপ-পরিদর্শক সাহেব আলীর নজরে এলে ওই যুবককে মোবাইলসহ হাতেনাতে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনানুযায়ী ওই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ এক হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন। 

এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –