• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

দুই দিনেও খোঁজ মেলেনি বেরোবির সাবেক শিক্ষার্থী মোতালেবের

প্রকাশিত: ৮ মে ২০২৩  

দুই দিন ধরে নিখোঁজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক শিক্ষার্থী মো. আব্দুল মোতালেব হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসে থেকে চাকরির পড়াশোনা করতেন। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৬ মে দুপুর) থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রোববার রাত ১২টার দিকে এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিখোঁজ মোতালেবের পরিবার।

নিখোঁজ মোতালেবের বাবা ছোমাদ মিয়া বলেন, মেসে ছেলের খোঁজ না পাওয়ায় আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কোথাও সে নেই। পরে রাতেই তাজহাট থানায় একটি জিডি করি। এখনও ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

জানা যায়, নিখোঁজ মোতালেব বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া এলাকায় মেসে থাকতেন। শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন পার্কের মোড়ের উদ্দেশে মেস থেকে বের হওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। মোতালেবকে উদ্ধারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি। আশা করি দ্রুত খোঁজ মিলবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –