• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১২ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে যুবলীগের কৃষকের ধান কাটা কর্মসূচি অব্যাহত  

প্রকাশিত: ৩ মে ২০২৩  

 
রংপুরে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি অব্যাহত রেখেছে। বুধবার সকালে সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধনতলা দক্ষিণপাড়া গ্রামের বিপুল চন্দ্র রায়ের ৫০ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন তারা।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মেহেদি হাসান রনির নেতৃত্বে এই ধান কাটা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক পরিমল চন্দ্র, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিওন।

আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আদনান হোসেন, আবু হোসেন, আতিকুর রহমান আতিক, মোক্তার এলাহী মুরাদ, আসাদুজ্জামান সজিব, প্রশান্ত রায়, যুবনেতা আতিকুর রহমান আতিক, মেহেরুল ইসলাম, রায়হান কবির, লুতফর রহমান বিদুৎ, আরেফিন রাফি জাহিদ হাসান, রাকিবুল ইসলাম, রঞ্জিত চন্দ্র, কাজল কুমার মহন্ত, ফুয়াদ, সাইফুল ইসলাম, রিদয় সরকার, হাবিবুর রহমান বুলেট প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –