• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

পলাশবাড়ীতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, ২ শিক্ষককে অব্যাহতি

প্রকাশিত: ২ মে ২০২৩  

 
এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ মে) বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি পরীক্ষা চলাকালে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- গিধারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) শিউলি বেগম ও নান্দিশহর উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষক আব্দুল্লাহ আল মতি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ওই দুই শিক্ষক যে কক্ষে দায়িত্ব পালন করছিলেন সেখানে বেশ কিছু পরীক্ষার্থী বহুনির্বাচনি পরীক্ষায় একই সেট পূরণ করছিল এবং একে অপরের সঙ্গে কথা বলছিল। যেটা দেখার দায়িত্ব ছিল ওই শিক্ষকদের। কিন্তু তারা দায়িত্ব পালন না করে শিক্ষার্থীদের সুযোগ করে দিয়েছিলেন। তাই দায়িত্ব অবহেলার অভিযোগে তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –