• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

ভূরুঙ্গামারীতে ধানের বাম্পার ফলনের আশা

প্রকাশিত: ১ মে ২০২৩  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি ইরি-বোরো মৌসুমে  ধান কাটা মাড়াই শুরু হয়েছে। ধান কাটা, মাড়াই ও রোদে শুকানোসহ নানা কাজে ব‍্যস্ত দিন কাটাচ্ছেন কৃষক-কৃষাণীরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুল থাকলে ধানের বাম্পার ফলনের আশা উপজেলা কৃষি বিভাগের।

গতকাল রবিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ব্রি -২৮ জাতের ধানসহ আগাম জাতের ধান কৃষকেরা কাটা শুরু করেছেন। তবে আগামী এক সপ্তাহের মধ‍্যে পুরোপুরিভাবে অন‍্যান‍্য জাতের ধান কাটা ও মাড়াই শুরু হবে বলে জানিয়েছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ম‍ৌসুমে উপজেলার ১৬ হাজার ৪০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে লক্ষ‍্যমাত্রা ছাড়িয়ে ১৬ হাজার ৪১০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ হয়েছে। যার মধ্যে হাইব্রীড ৮ হাজার ৯১০ হেক্টর, উফসি ৭ হাজার ৪৯৫ হেক্টর ও স্থানীয় জাতের ৫ হেক্টর জমিতে ধান চাষ করেছেন কৃষক। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৪৯২ মেট্রিক টন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বলেন, আমরা শুরু থেকে মাঠ পর্যায়ে কৃষকদের খোঁজ খবর রেখেছি এবং সময়মত সার কিটনাশক প্রয়োগসহ নানা পরামর্শ দিয়ে আসছি। বৈরী আবহাওয়ার ক্ষতি থেকে বাঁচতে যে সব ক্ষেতের ধান ৮০ শতাংশ পাকার উপযোগী হয়েছে চাষিদের সেসব ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় চলতি ইরি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –