• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

ডিবি পরিচয়ে মোটরসাইকেল তল্লাশি, আটক ২

প্রকাশিত: ১ মে ২০২৩  

গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে মোটরসাইকেল তল্লাশি করার সময় ভুয়া দুই ডিবিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মহানগরীর ফুল আমেরতল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার চকমামরপুর কাজিবাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে মেহেদি হাসান সাগর (২৮) এবং একই এলাকার জয়নাল আবেদীন ছেলে হিরু মিয়া (২৫)।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, রোববার সন্ধ্যায় ফুল আমেরতল সড়কে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল তল্লাশি করে ওই দুই যুবক। এরমধ্যে রংপুরগামী মিয়া মোহাম্মদ সুজন নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল আটক করে তল্লাশি করতে চাইলে তাদের কথাবার্তায় সন্দেহ হয় ওই ব্যবসায়ীর।

তিনি আরও বলেন, একপর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই আরোহী ডিবি পুলিশ পরিচয় দেওয়া দুজনকে চ্যালেঞ্জ করেন। এ সময় সেখানে আশপাশের লোকজন জড়ো হলে ভয়ে ওই দুই যুবক স্বীকার করেন তারা ভুয়া পরিচয় দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আবু মারুফ হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছে। এরা একটি সিন্ডিকেট। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করাসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে থাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –