• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

 
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে স্বামীর নির্যাতনে স্ত্রী সুম্মিতা রানী (২৪) নামে এক গৃহবধূর নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুম্মিতার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ ।

শনিবার দুপুরের দিকে ওই ইউনিয়নের রামদাস গ্রামে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুম্মিতা একই এলাকার সুবর্ণ রায়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে শনিবার সকালে স্বামী সুবর্ণ রায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয় সুস্মিতার। এতে গুরুতর আহত হয়ে বাড়িতেই এই গৃহবধূর মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুবর্ণ রায় ও শাশুড়িকে আটক করে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মৃত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –