• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩  

 
গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় পৌরপার্কের মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান বলেন, লিগ্যাল এইড কমিটিকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। বিনামূল্যে আইনী সহায়তাসহ বিভিন্ন রকমের তথ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। সাধারণভাবে মানুষের ধারণা আছে যে লিগ্যাল এইড কমিটিতে গেলে ভালো আইনজীবি পাওয়া যায় না। এই ধারণা দূর করতে জেলা বারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ভালো মানের সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের কিছু মামলায় নিয়োগ করতে হবে। যেহেতু লিগ্যাল এইডের দায়িত্বে একজন বিচারক থাকেন তাই তিনি পরামর্শ দিয়ে সমস্যার সমাধান করলে ভুক্তভোগীকে আর মামলায় যেতে হয় না। এতে মামলার জটও কমে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন, জেলা বারের  সভাপতি ফারুক আহম্মেদ প্রিন্স, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসাবে অ্যাডভোকেট আবু আহমেদ নাজমুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান, গণস্বাক্ষর, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –