• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

রাজারহাটে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩  

 
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়ের নেতৃত্বে মেকুরটারী গ্রামের এক দরিদ্র বর্গা কৃষক আফজাল হোসেনের ৩৫ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আর এ ঘটনায় ওই কৃষক বেশ খুশি বলে জানা যায়।

সরেজমিনে জানা যায়, রাজারহ্টা উপজেলার মেকুরটারী গ্রামের অহায় ও গরীব কৃষক আফজাল হোসেন যখন টাকার অভাবে পাকা ধান কাটতে পারছিলেন না এবং এ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। ঠিক এ খবর পেয়ে ওই কৃষকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে  দিয়েছে বাংলাদেশে ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার একদল নেতাকর্মী। শুক্রবার সকালে তারা এ ধান কেটে বাড়িতে পৌঁছায়ে দেন।

এই বিষয়ে কৃষক আফজাল হোসেন বলেন, মুই যখন ধান নিয়া চিন্তাত পড়ি আছোং তখন একজন মোক কইল ছাত্রলীগ ধান কাটি দেয় বিনা টাকায়। মুই সেই নেতার একজনের সাথে কথা কওং। তারা আইজ মোর ধান কাটিয়া বাড়িত দিয়া গেইল। মুই হে কারণে হামার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজারহাটের ছাত্রলীগ বাবার ঘরে ধন্যবাদ ও দোয়া দেওং।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সুমন কুমার রায় জানান, বাংলাদেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করে আসছে। আমরা খবর পেয়ে ওই গরীব কৃষক আফজাল হোসেনের টাকার অভাবে ধান কাটতে না পারায় আমরা ছাত্রলীগের  সকলে মিলে তার ধান কেটে দিতে পেরে খুশি। তবে এ কাজ আমাদের চলমান থাকবে বলেও সুমন জানায়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –