• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

নীলফামারীতে শিবির নেতাসহ কারাগারে ৫

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩  

নীলফামারীর জলঢাকা উপজেলায় জেলা ছাত্রশিবিরের সভাপতিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ওইদিন ভোরে জলঢাকা উপজেলার দক্ষিণ দেশিবাই কাচারি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. কামারুজ্জামান, উপজেলা ছাত্রশিবিরের কোষাধ্যক্ষ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ডিমলার বালাপাড়া ইউনিয়নের জামায়াত সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম ও সক্রিয় শিবির কর্মী মাইনুল ইসলাম।

জানা গেছে, নাশকতার উদ্দেশ্যে জামায়াতের জলঢাকা উপজেলা শাখার আমির মোখলেছুর রহমান মাস্টারের বাড়িতে বৈঠকে বসেন তারা। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল সংখ্যক জিহাদী বই ও লাঠি, রড় ও ইট পাটকেল উদ্ধার করে পুলিশ।

জলঢাকা থানার ওসি ফিরোজ কবির বলেন, নাশকতামূলক দেশবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাদের নামে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –