• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

গৃহবধূর ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩  

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে ১২০ নেতাকর্মী কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

স্থানীয়রা জানান, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা গ্রামের সাহেদা বেগম নামের এক কৃষকের ৩৩ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় গাইবান্ধা জেলা যুবলীগের সহ-সম্পাদক কায়সার আলী সুমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠাণ্ডু, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শফিউল আলম হিরু ও হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুন্নবী ডিপটি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাহেদা বেগম নামের এক গৃহবধূ বলেন, মাত্র ৩৩ শতক জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না সেখানে ঝাঁপিয়ে পড়বো।

শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –