• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

১১ বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ২৩ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১টি বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীদের সংবর্ধনা দেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

উপজেলা পরিষদ থেকে এ ধরনের সংবর্ধনা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোক্তারুজ্জামান মুক্তা ও মুয়ায ইবনে হারুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুবাশশিরা তাসনিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবায়ের হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবিদা সুলতানা ফামি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জারিন আতিয়া ও রত্না বেগম। 

তারা বলেন, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান নিঃসন্দেহে অনুজদের এবং কষ্ট করে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। এজন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য।

অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইউনূস আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগার সরকারি বিএমসি কলেজের প্রভাষক মাসুদ পারভেজ (৪০তম বিসিএস), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান ও শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ। 

এছাড়াও আয়োজনটি সফল করতে নিরলস কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কাজী প্রান্ত, আব্দুল করিম, মাম্পি, জাহিদ ও নিয়ন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –