• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

সামাদের চুরি হওয়া ভ্যান উদ্ধার করতে গিয়ে মিলল আরও তিনটি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩  

নীলফামারীতে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চারটি চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, হানিফা ওরফে হানিফা ডাকাত, পলাশ ওরফে পরেশ ঋষী ও জগদীশ ওরফে হোলু। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে অভিযানের কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান । 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৪ এপ্রিল হানিফা তার পূর্বপরিচিত সামাদকে সুকৌশলে ডোমারে নিয়ে যান। ডোমার থেকে ফেরার পথে রাত আড়াইটার দিকে হানিফা সামাদের কাছে ভ্যানের হ্যান্ডেল নিয়ে তাকে ভ্যানে বসতে দেন। একপর্যায়ে হরতকিতলা নামক স্থানে সামাদকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান হানিফা। পরদিন থানায় এসে মামলা করেন সামাদ। মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি হানিফাকে গ্রেপ্তার করে পুলিশ। 

নীলফামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলাম জানান, তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ভ্যান চুরির সঙ্গে জড়িত আরও দুইজনের নাম জানিয়েছেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাশ ও জগদীশকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে পলাশের বাড়ি থেকে চুরি হওয়া চারটি ভ্যান উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, হানিফা ১৯ এপ্রিল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার হওয়া ভ্যানগুলোর মধ্যে একটি তাদের বলে শনাক্ত করেছেন সামাদের পরিবার। এই চোরচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তাদেরও গ্রেপ্তার করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –