• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ১৩৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩  

 
রংপুরের র‌্যাব সদস্যরা ১৩৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার দুুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

র‌্যাব জানায়, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে র‌্যাব-১৩, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট করাকালীন একটি মিনিট্রাক সন্দেহের ভিত্তিতে চেক করে ১৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকের ড্রাইভার বগুড়ার বুজরুগবাড়িয়া পশ্চিম পাড়া এলাকার ফটিক মন্ডলের ছেলে  মোঃ ফারুক হোসেন মন্ডল (৩৯) এবং একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মোঃ সাহাদত হোসেন (৪৫)কে গ্রফতার করে। 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে, মিঠাপুকুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –