• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি নির্বাচনে না গেলে কর্মীরাই গণধোলাই দেবে: কামরুল

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩  

বিএনপি নির্বাচনে না গেলে এবার কর্মীরাই তাদের গণধোলাই দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি নেতারা ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে। ক্ষমতা বদলের একমাত্র পথ নির্বাচন। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, বিএনপি দিবাস্বপ্ন দেখছে। এক এগারোর কুশীলবরা চায় তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘসময় থেকে ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসাবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে ভোটে অংশ নেয়া ছাড়া অন্য কোনো পথ নেই৷ বাংলাদেশে সেই অবস্থায় ফিরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই৷

তিনি বলেন, তারা বিদেশিদের কাছে ধরনা দেবে, কিন্তু সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষ, তাদের কাছে বিএনপি যায় না৷ তাদের কথা ভাবেও না৷

বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন বাকসন্ত্রাস করে যাচ্ছে৷ তারা আন্দোলনের ভয় দেখাচ্ছে। কী করে তাদের আন্দোলন মোকাবিলা করতে হয়, আওয়ামী লীগের তা ভালো করেই জানা আছে৷

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –