• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে রৌমারী বড়াইবাড়ী দিবস কাল

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩  

 
প্রতি বছরের ন্যায় এবারো কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক রৌমারী বড়াইবাড়ী দিবস পালন করা হবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রৌমারী উপজেলার বড়াইবাড়ী গ্রামে শহিদদের স্মৃতিস্তম্ভে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

ওই দিন সকাল ৮টার দিকে শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করবেন সাবেক এমপি জনাব রুহুল আমিন, বড়াইবাড়ী বিজিবি ক্যাম্প সদস্য, সাংবাদিক প্রমুখ।

জানা যায়, ২০০১ সালের ১৮ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বড়াইবাড়ী গ্রামে ঢুকে নারকীয় তাণ্ডব চালায়। অকুতোভয় তৎকালীন বিডিআর ও গ্রামবাসীদের মিলিত প্রতিরোধে পরাজয় ঘটে আগ্রাসী বিএসএফের। 

ওই দিন বিএসএফের গুলিতে শহিদ হন বাংলাদেশের তৎকালীন বিডিআরের ৩ সদস্য। অপরদিকে সীমান্তে সংঘর্ষে ভারতীয় পক্ষের ১৬ বিএসএফ সদস্য নিহত হন। সেই থেকে দীর্ঘ ২২ বছর ধরে ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রৌমারী উপজেলাবাসী, স্থানীয় প্রশাসন ও বর্তমান বিজিবির পক্ষে বড়াইবাড়ী দিবস হিসেবে পালন করা হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –