• শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করেছে রংপুর জেলা প্রশাসন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩  

 
নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করেছে রংপুর জেলা প্রশাসন। শুক্রবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মঙ্গল শোভাযাত্রা ও দুই দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। এরপর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

জিলা স্কুল বটমূলে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। এরপর নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পকলা একডেমিসহ অন্যান্য সংগঠনের শিল্পীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেন, গত কয়েক বছর আমরা করোনার জন্য বাঙালির ঐতিহ্য নববর্ষ উদযাপন করতে পারি নাই। এ বছর আমরা সারাদেশে সরকারিভাবে নববর্ষ উদযাপন করছি। এই দিনের প্রত্যাশা সকল জরাজীর্ণতা ভেঙে দেশ এগিয়ে যাবে। নববর্ষ সবার জন্য মঙ্গল ও শান্তি নিয়ে আসবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদশে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বর্তমান সরকারের সাথী হবো, এই প্রত্যাশা করছি। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –