• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ৪২

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

 
রংপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। এ সময় উদ্ধার করা হয় ৮৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল।

বুধবার বিকেলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ারেন্টভুক্ত ও মাদকবিরোধী অভিযানে রংপুর সদর, কাউনিয়া,পীরগাছা, গংগাচড়া, পীরগঞ্জ, তারাগঞ্জ, বদরগঞ্জ ও মিঠাপুর থানার পুলিশ ৪২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালী থানায় দুইজন, গংগাচড়া থানায় আটজন, তারাগঞ্জ থানায় পাঁচজন, মিঠাপুকুর থানায় ১৩ জন, পীরগঞ্জ থানায় তিনজন, পীরগাছা থানায় পাঁচজন ও কাউনিয়া থানা এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –