• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩  

 
রংপুরসহ আশপাশ এলাকায় প্রতিদিনই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বসন্তের শেষ চৈত্র জানান দিচ্ছে গ্রীষ্মের কড়া আগমনী বার্তা। গত এক সপ্তাহে তাপমাত্রা বেড়েছে ৪/৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বত্রই এখন কাঠফাটা গরমের হাঁসফাঁস ভাব বিরাজ করছে।

রংপুর আবহওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৩৫ দশমিক ৬ ডিগ্রি, রবিবার ৩৫ দশমিক ১ ডিগ্রি শনিবার ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে।

আবহাওয়া অফিসের মতে, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। প্রকৃতিতে গ্রীষ্মের আবহ বিরাজ করায় অনেকের ফ্যান-এসি ব্যবহার বেড়েছে।

দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, একটু শীতল পরশের জন্য অনেকেই চাতক পাখির মতো ছটফট করেছে। অনেকে শীতল হতে শীতাতপ নিয়ন্ত্রিত বিভিন্ন শো রুমে ঢুকে এটা-ওটার দাম জিজ্ঞাস করার ফাঁকে একটু শীতল হচ্ছেন।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এখন প্রতিদিনই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –