• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে রংপুর বিভাগে

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩  

 
রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে এবছর ২৭ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী বেড়েছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার  ৯৬১ জন। এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২ লাখ ১ হাজার ৩৫৯ জন। 

সোমবার দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলায় ২ হাজার ৭০৩ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৭৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ১ লাখ ৭২ হাজার ৯২৬ জন, অনিয়মিত ২৮ হাজার ২৪৪ জন এবং জিপিএ- উন্নয়ন ১৮৯ জন শিক্ষার্থী রয়েছে।  

এর মধ্যে রংপুরে ৫০টি কেন্দ্রের মধ্যে ৩৭ হাজার ২০৬ জন, গাইবান্ধায় ৪০টি কেন্দ্রে ২৭ হাজার ৩৪৭ জন, নীলফামারীর ২৭টি কেন্দ্রে ২৩ হাজার ২০৬ জন, কুড়িগ্রামের ৩৪ কেন্দ্রে ২৩ হাজার ৭৪ জন, লালমনিরহাটের ২০টি কেন্দ্রে ১৬ হাজার ৩৮৯ জন, দিনাজপুরের ৬০ টি কেন্দ্রে ৪০ হাজার ৫২৪ জন, ঠাকুরগাঁওয়ের ২৪টি কেন্দ্রে ১৯ হাজার ১৯৯ জন, পঞ্চগড়ে ২২ কেন্দ্রে ১৪ হাজার ৪১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫৯৮ জন এবং ছাত্রী ৯৯ হাজার ৭৬১ জন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –