• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩  

 
রংপুরে মামা শ্বশুরকে হত্যা দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরজিনা বেগমকে (৩৬) ১৭ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া)  ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

র‌্যাব জানায়, ২০০৬ সালের ২ অক্টোবর মিঠাপুকুর থানায় মামা শ্বশুরকে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হলে আরজিনা বেগম আত্মগোপনে চলে যান। মিঠাপুকুর থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান শেষে আরজিনার অনুপস্থিতিতে আদালতে চার্জশিট পাঠালে বিচারক সাক্ষ্যপ্রমাণ শেষে আরজিনাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

 র‌্যাব-৪,সিপিসি-২ সাভার এর চৌকস গোয়েন্দা দলের  ব্যাপক অনুসন্ধান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, ধৃত আসামি আরজিনা লালমনিরহাট জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। পরে  রংপুর র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল ৯ এপ্রিল যৌথ অভিযান চালিয়ে লালমনিরহাট সদর উপজেলার খেদাবাগ এলাকা থেকে আরজিনাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞসাবাদে আরজিনা সাজাপ্রাপ্ত মামলার আসামি বলে স্বীকারোক্তি দেন। তাকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –