• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে বিএনপির ৭ নেতাকর্মী জেলহাজতে

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩  

লালমনিরহাটের বুড়ির বাজারের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় বিএনপির সাত নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে ঐ মামলার আসামিরা লালমনিরহাট জজ আদালতের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলহাজতে যাওয়া আসামিরা হলেন- আব্দুল মজিদ মণ্ডল, আব্দুল ওহাব মণ্ডল, আব্দুর রহিম, আশরাফুল ইসলাম, সোহাগ, সুজন এবং সোহেল। তারা লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে আব্দুল মজিদ মণ্ডল মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি। বাকিরা একই ইউনিয়ন বিএনপির নেতাকর্মী।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি লালমনিরহাটের বুড়ির বাজারের ভাংচুর ও অগ্নিসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত ১৯ জনসহ অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –